২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে যৌতুকের বিরুদ্ধে এসপির যুদ্ধ ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৬ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, রাজাপুর:: বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন পুলিশ সুপার ফাতিহা  ইয়াসমিন। ঝালকাঠির রাজাপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কমিউনিটি পুলিশিং সভায় তিনি এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজাপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফতিহা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মো. সাকাওয়াত হোসেন, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. কালাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন, স্থানীয়দের মধ্যে মো. আজমির শরীফ, মো. মজিবুর রহমান, মো. ইউসুব আলী, মো. জাহাঙ্গির হোসেন, মো. আবুলবাসার তালুকদার, মোসা. মর্জিনা, অবসপ্রাপ্ত শিক্ষক মো. ফারুক তালকদার প্রমূখ।

এছাড়াও এ সময় এস্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন রাজাপুর থানার সৌন্দযবর্ধক গেটের কাজ শুভ উদ্বোধন করেন ।

উদ্বোধন শেষে রাজাপুর সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী আলোচনা সভায় যোগ দেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন