২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে লবনের মূল্যবৃদ্ধির গুজব, প্রশাসনের সংবাদ সম্মেলন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২১ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, ঝালকাঠি:: ঝালকাঠিতে মঙ্গলবার হঠাৎ করেই লবনের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা দোকানগুলীতে ভিড় জমায় এবং ব্যাপক পরিমাণ লবন কিনতে শুরু করে। অনেকেই চাহিদার তুলনায় কয়েক গুন চড়া দামে কিনে নেয়। শহরের খুচরা দোকানে লবন সংকট তৈরী হয়। আবার অনেক দোকানের স্টক থেকে লবন সরিয়ে ফেলার অভিযোগও করেছেন ক্রেতারা।

এমন গুজবের সংবাদে জেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে। সংবাদক সম্মেলনে লবনের মূল্যবৃদ্ধির কোন আশংকা নেই বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক। এসময় সেখানে উপস্থিত লবন মিল মালিকরা জানান, তারা স্থানীয়ভাবে উৎপাদিত আয়োডাইজড লবন পাইকারী ১২ টাকা এবং খুচরা ১৫ টাকা দরে খোলা বাজারে বিক্রী করছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং জেলা ও উপজেলায় মোট ৬টি মোবাইল কোর্ট নামিয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, দেশে বর্তমানে দুই বছরের চাহিদার সম পরিমান লবন মওজুদ রয়েছে।

সংবাদক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আরিফুল ইসলাম, এসএম ফরিদউদ্দীন, নাহিদা পারভিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান, ব্যবসায়ী নেতা জয়ন্ত কুমার সাহা এবং আবুল কালাম।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন