২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীকে ঠেকাতে নৌকার পক্ষে বিএনপি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৯

তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুকে ঠেকাতে নৌকার পক্ষে কাজ করছেন বিএনপি নেতাকর্মীরা। জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করলেও প্রথম সারির পদে থাকা নেতারা চুপ রয়েছেন।

জানা গেছে, জেলার চার উপজেলার মধ্যে রাজাপুর উপজেলা নির্বাচন অন্য তিনটি উপজেলা থেকে আলাদা। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মনিরুজ্জামান নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত একাদশ সংসদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চুর শক্ত নেতৃত্বের কারণে উপজেলা বিএনপির নেতাকর্মীরা কোন অবস্থান তৈরি করতে পারেনি। এ কারণে বিএনপি নেতাকর্মীরা বাচ্চুর প্রতি ক্ষোভ মেটাতে নৌকাতেই ভরসা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, বাচ্চুর জনপ্রিয়তা বেশী। গত সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডের কারণে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর ওপর আমাদের নেতারা ক্ষুব্ধ। তাই আমাদের নেতার নির্দেশেই আমরা নৌকার হয়ে কাজ করছি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, কেন্দ্রের নির্দেশেই বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। সেখানে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার প্রশ্নই আসে না। যদি কোন বিএনপি নেতাকর্মীর নৌকার পক্ষে কাজ কারার অভিযোগ পাই, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন