২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠির বধ্যভূমিতে কেঁদেছিলেন বঙ্গবন্ধু, সেখানেই তাকে স্মরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩২ অপরাহ্ণ, ১৭ মার্চ ২০২০

বার্তা প্রতিবেদক, ঝালকাঠি :: ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বধ্যভূমি দেখে কেঁদেছিলেন। জন্মশতবার্ষিকীতে সেখানেই তাকে স্মরণ করা হয়েছে।

এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মরণে নীরবতা পালন করে সর্বস্তরের মানুষ।

পরে বঙ্গবন্ধুর নানাস্মৃতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও মুক্তিযোদ্ধারা।

বক্তারা জানান, ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে স্টিমারযোগে সুন্দরবন যাওয়ার সময় যাত্রাবিরতিতে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নিহত মানুষের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রেখেছেন জেলাবাসী।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন