১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠি/ বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৭ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০২১

ঝালকাঠি/ বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> রাজধানী ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হলে আজ বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তির নাম হাবিলদার আব্দুস সালাম হাওলাদার (৬০)। তিনি পিলখানায় বিডিআর হত্যা মামলার আসামি। তার বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ভৈরবপাশা গ্রামে। মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

জানা গেছে, আব্দুস সালাম হাওলাদার ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকেই কারাগারে ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের পর ২০১২ সালের একটি মামলার রায়ে ৫ বছর ছয় মাস এবং ২০১৩ সালে একটি মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, আব্দুস সালাম বেশ কিছু দিন ধরে কিডনিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গতকাল বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন