২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

টাকার বিনিময়ে কাউকে নেতা বানাইনি : আল নাহিয়ান

Saidul Islam

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০২১

 

টাকার বিনিময়ে কাউকে নেতা বানাইনি : আল নাহিয়ান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় টাকা বিনিময়ে নেতা বানানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কোনো জায়গায় কমিটি করলে শুনতে হয় যে আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে গত রবিবার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আল নাহিয়ান খান এসব কথা বলেন। ‘২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ কেন্দ্রীয় ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

আল নাহিয়ান খান জয় আরও বলেন, ‘কেউ কেউ নামসর্বস্ব দোকান খুলে ছাত্রলীগকে বিক্রি করেন। তারা মনে করেন, তাদের বাইরে আর কোনো ছাত্রলীগ নেই। তাদের মনোনীত ব্যক্তিকে যখন আমরা নেতা বানাতে না পারি, তখনই তারা ষড়যন্ত্র শুরু করে দেন। তারা বলেন যে, আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি। তারা যদি এর প্রমাণ দিতে পারেন, তাহলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আইনের মাধ্যমে আমি ও আমরা ছাত্রলীগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কোনো জায়গায় কমিটি করলে শুনতে হয় যে আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে৷ তিলকে তাল বানিয়ে তারা নামসর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়। ছাত্রলীগের নেতা-কর্মীরা লোভ-লালসার মধ্যে থাকে না। ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন