১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ট্রেনের ভেতর কোমর পানিতে আটকা পড়ে বিপাকে যাত্রীরা

Saidul Islam

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২১

ট্রেনের ভেতর কোমর পানিতে আটকা পড়ে বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল>> চীনের একটি সাবওয়ে ট্রেনে কোমর উচ্চতার পানিতে আটকা পড়েছে যাত্রীরা। তাদের উদ্ধারে অভিযান চলছে।
মঙ্গলবার মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝু যাওয়ার পথে বন্যার পানিতে যাত্রীসহ ট্রেনটি আটকা পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে আটকে পড়া যাত্রীদের ছবি ও ভিডিও। যাত্রীদেরই কেউ একজন নিজেদের করুণ অবস্থার বিষয়টি ভিডিও করে টুইটারে আপলোড করে। এরপর তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, ট্রেনের সিটে যাত্রীরা উঠে দাঁড়িয়ে চেষ্টা করছেন পানির ওপরে থাকার জন্য। ঘোলা পানি দাঁড়িয়ে থাকা যাত্রীদের কোমর সমান হয়ে গেছে। তারা ভয়ে চুপচাপ দাঁড়িয়ে। পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি ভূগর্ভস্থ টানেল ও ট্রেনে প্রবেশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হেনান প্রদেশে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক বৃষ্টি চলছে। সেখানে বসবাসরত ৯ কোটির বেশি মানুষ এখন বিপর্যয়ের মুখে। গত ১৬ জুলাই হতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন