২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ডাকাত ‘শিল্প’ বেড়েছে, চোখ-কান খোলা রাখেন: বরিশালের ডিআইজি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০২২

ডাকাত ‘শিল্প’ বেড়েছে, চোখ-কান খোলা রাখেন: বরিশালের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেছেন, ডাকাত ‘শিল্প’ বেড়েছে, চোখ-কান খোলা রাখেন। অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যে কোনো সময় অভিযান চালাতে পারে।

রোববার ( ৪ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. আবদুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর হোসেন হাওলাদার।

এসময় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন