২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ডাক্তার আসার কথা শুনে বাড়ি ছেড়ে পালালো করোনা রোগী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৭ অপরাহ্ণ, ৩০ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: দিনাজপুরের বিরামপুরে আইসোলেশনে রেখে চিকিৎসার জন্য ডাক্তার আসার কথা শুনে বাড়ি ছেড়ে পালিয়েছে রুহুল আমিন নামের এক যুবক।

শুক্রবার রাতে ডাক্তার তার বাড়ি যাবে শুনে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী।

তিনি জানান, গত ৫ দিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে আসেন রুহুল আমিন। বিষয়টি জানতে পেরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট আসে।

স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে তার বাড়ির উদ্দ্যেশে রওনা দিলে সে ডাক্তারের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। তাকে আশেপাশে এলাকায় এবং তার আত্বীয়-স্বজনের বাড়িতে খোঁজা হচ্ছে।

রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন