২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনা চরমোনাই পীরের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৮ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি দেশের মানুষের চিকিৎসাসেবা দেয়ার জন্য অক্লান্ত মেহনত করে তার পৃষ্টপোষকতায় একদল গবেষক করোনার কিট আবিষ্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিন, আমীন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট পরীক্ষা করার অমুমোদন দিলেও বাংলাদেশ সরকার এখনো তার কিট পরীক্ষা করার অনুমোদন না দেয়া দুঃখজনক। জনগণ জানতে চায় কোন অজ্ঞাত কারণে সরকার এখনো গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট দিয়ে করোনা পরীক্ষার অনুমতি দেয়নি। দেশের এই ক্লান্তিলগ্নে গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট পরীক্ষা করে উত্তীর্ণ হলে কাজে লাগানো যেতে পারে।

চরমোনাই পীর বলেন, আমি মহান আল্লাহর কাছে করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর আশুসুস্থতা কামনা করছি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন