২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ০৭ জুন ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার পরোয়ানায় গ্রেপ্তার হলেন সাংবাদিক ফজলে এলাহী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান কাঁপাস মহল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মামলায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় অনলাইন পোর্টালে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এ মামলা করেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের জানান, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে পুলিশ।

ফজলে এলাহীকে গ্রেপ্তারের খবর শুনে থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাঙামাটি সাংবাদিক সমিতির নেতারা ফজলে এলাহীর মুক্তি দাবি করেছেন।’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন