২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ডেঙ্গু মশাকে চিঠি!! 

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ৩১ জুলাই ২০২১

ডেঙ্গু মশাকে চিঠি!!

প্রিয় ডেঙ্গু মশা (এডিস)!!

এসএম মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক >> তোমাকে ভক্তি পূর্ণ সালাম, প্রণাম ও অভিনন্দন। আমি একজন সাধারণ মানুষ নামক উচ্ছিষ্ট প্রাণি লিখছি। আশা করি আজকাল তোমার দিনকাল ভালই কাটছে। তোমার আতঙ্কে প্রতিদিন মানুষ তোমায় নূন্যতম ১০০ বার স্মরণ করে। তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। দৈনিক কোটি কোটি বার তোমার নাম মুখে নেয়া হয়। তোমার নামে সর্বদা যপ করে।
আমার কিন্তু তোমাকে মন্দ মনে হয় না। তোমার জাতভাইয়েরা রক্ত চু্ষে চুষে আর পারে না মনে হয়। তাইতো তোমাকে নিমন্ত্রণ করা বুঝি?
তোমার জন্য কতটা উদ্বিগ্ন তা তো বুজতে ই পারছো। শহর থেকে গ্রাম অবধি,  দেশ থেকে বিদেশ অবধি। তোমাকে নিধন করার জন্য চলছে কোটি কোটি টাকার ব্যবসা। তা তো তুমি বুজতে ই পারছো।  সেই পৌরানিক  গল্পের কাহিনির মতো ” মশা মারতে কামান দাগাতে হচ্ছে। তুমি তো বেশ খুশিই হচ্ছো মনে হয়।
প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে।
মশারী ব্যবসায়িদের মুখে ফুটছে অমলিন হাসি। সাথে স্প্রে মেশিন বিক্রেতাদের বা কম কিসে? কীটনাশক ব্যবসা তো আছেই!

প্রিয় এডিস তুমি ও তোমার জাত ভাইদের জন্য ইতোমধ্যে ৫০ কোটি টাকা জলের তলিয়ে গেল। এটার বিষয়ে তোমার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।

দ্যাখ ভাই তোকে নিয়ে অলরেডি খেতাব তৈরি করেছে আমাদের নবীন ভাই। নাম করন হয়েছে “ডেঙ্গু বন্ধু “।  আমাদের মেয়র মহোদয় দের জন্য নাকি এ খেতাব প্রদত্ত হবে।

রাজনীতির মাঠে তুই কিন্তু এখন তুরুপের তাস। তোকে নিয়ে মাঠ ঘাট বেশ সরগরম।  মিছিল মিটিংয়ে তোর অবস্থান আর ও কঠোর হওয়া উচিত।

আরে ভাই তুই তো কম বুজিস না, তারপর ও এতগুলো ডাক্তার মেরে ফেললি কেন বলতো?
যারা আমাদের বাচিয়ে রাখবে আর তুই কিনা তাদেরই মেরে ফেললি। এটা ঠিক করিস নি। আর এমন কাজটি যেন করিস না ভাই!!

শোন মনোযোগ দিয়ে আমার কিছু পরামর্শ নিতে পারিস। তোর মঙ্গল হবে বৎস। আর আমাদের মতো সাধারণ মানুষের উপকার হবে।

এগুলো তোর জন্য উপদেশ ও ভাবতে পারিস।

** তুই আমাদের মতো গোবেচারা গোছের সাধারণ মানুষের কোন ক্ষতি করবি না। ভুলেও আমাদের কামড়াবি না। এটা মনে থাকে যেন।

তার চেয়ে যারা ঘুষ খায় তাদেরকে বেছে বেছে কামড়াবি। যদি সময়  পাও ঘুষ লেন দেনের সময় কামড়াবি। দরকার হলে তোরা আলাদা আলাদা টিম ভাগ  করে কমিটি করে নিবি।

** রাজনৈতিক মিছিল মিটিংয়ের আশে পাশেই অবস্থান নিবি যদি কোন নেতায় মিথ্যা বক্তব্য দেয় সাথে সাথে দল বেধে আচ্ছাতর কামড়াবি।

** যারা সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বৃদ্ধি করে তাদের কামড়াতে ছাড়বি না কোন দরে।

** ভন্ড,  প্রতারক, মিথ্যাচারীদের জন্য বিশেষ দাঁত যুক্ত কামড়ের ব্যবস্থা রাখিস।

** বিশেষ  করে মিথ্যা বাদী দের জন্য প্রয়োজনে আফ্রিকা থেকে কিছু মশা ভাড়া করে নিয়ে আসবি কেমন।

** ধর্ষণ কারীদের কোথায় কামড়াতে হবে সেটা কি শিখিয়ে দিতে হবে নাকি?

** খুনীদের এমন কামড় দিবি যাতে সেখানেই বেহুঁশ হয়ে থাকে, পরে না মরুক।

** এভাবে চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সমাজের ফেৎনা সৃষ্টি কারী, রাজনৈতিক গডফাদার, মিথ্যাচারী, ঘুষখোর,  দুর্নীতিবাজ,  চরিত্রহীন মানুষ গুলোর উপর এ্যাকশন নিলে আমরা সাধারণ মানুষ বড়ই শান্তি পাইতাম।

প্রিয় ডেঙ্গু মশা (এডিস)
ক্ষমতার অপব্যবহার কারীদের কোন ভাবে ছার দেয়া যাবে।  এটা সব সময় মাথায় রাখিস।
এক্ষেত্রে তোর জন্য কোটি মানুষের শ্রদ্ধা তৈরি হবে।
তবে হ্যা যাচাই বাছাই করে কামড় দিস ভাই। আমাদের মত খেটে খাওয়া মানুষের কোন ক্ষতি করিস না যেন। এটা তোর কাছে অনুরোধ।

তাহলে কিন্তু তোরাও  বাঁচতে পারবি না,  এটা মনে রাখিস।
মানুষকে অতিষ্ঠ করা জাবে না,  তাহলে তোদেরকে স্বাগত জানাবে।
তাহার ব্যত্যয় ঘটলে ঝাড়ু,  জুতা, হার পিক, ফিগার মেশিন, কীটনাশক ছিটিয়ে বিনাশ করা হবে।
কথাগুলো যেন মনে থাকে।
নিজের খেয়ে বনের মশা এডিস কে বুদ্ধি দিলাম।
সোনার বাংলাদেশ গড়তে তোমার সহায়তা একান্ত কাম্য প্রিয় ডেঙ্গু মশা এডিস।
Email: s.moniruzzaman99@gmail.com

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন