২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তজুমদ্দিনের মেঘনায় জলদস্যুদের হানা, জেলেদের ট্রলার-জাল লুট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৯ অপরাহ্ণ, ০৪ জুলাই ২০২০

বার্তা পরিবেশক ভোলা :: ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলার হামলা চালিয়ে চার লক্ষাধিক টাকার মাছ ও জাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ সময় দস্যুদের হামলায় ভুট্টু মাঝিসহ চার জেলে আহত হয়েছেন।

শনিবার ভোর রাতের দিকে মেঘনায় ডাকাতির ঘটনা ঘটে জানিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, মেঘনা নদীতে মাছ ধরার শেষে করে ভুট্টু মাঝিসহ অন্যরা ট্রলার নিয়ে ভোলার দিকে ফিরছিলেন। এ সময় একদল জলদস্যু তাদের অতর্কিত হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে নিয়ে যায়। হামলায় ভুট্টু মাঝি আহত হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে জানান ওসি।

অন্যদিকে দুপুরের দিকে জলদস্যুদের মুক্তিপন দিয়ে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার হয়েছে বলে আহত জেলেরা জানিয়েছে। এদিকে ছেলে জলদুস্যদের হাতে আটকের কথা শুনে আহত ভুট্টু মাঝির মা সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন