১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তজুমদ্দিনে আখ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯ অপরাহ্ণ, ৩০ মে ২০২৩

তজুমদ্দিনে আখ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা) : ভোলার তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জমিতে আষাঢ়ের বৃষ্টির পানি ঢোকার আগেই ক্ষেতের বিভিন্ন কাজকর্ম সেরে নিচ্ছেন চাষিরা। পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এবছর সার, ওষুধ ও লেবার খরচ বেশি হওয়ায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কিত চাষিরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে বিভিন্ন জাতের আখ চাষ করেন চাষিরা। আগামী আশ্বিন, কার্তিক মাসে আখ বিক্রির জন্য হৃষ্টপুষ্ট ও পরিপক্ক করতে এবং রোগবালাই, পোকার আক্রমণ প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করছেন। আরো পরেরদিকে প্রচুর বৃষ্টিপাতের কারণে আখের পরিচর্যা করা সম্ভব হবে না বলেই বৃষ্টির আগেভাগেই রাত-দিন পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ আবাদ হয়েছে। ভোলায় কোনো সুগারমিল না থাকায় এখানে বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছে না। কারণ আখ চাষিদের জন্য কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তারপরও স্থানীয় চাষিরা চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগে আখ চাষ করে থাকেন। তাই কৃষি অফিস সার্বক্ষণিক আখ চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এই ব্যাপারে আখ চাষি মো: শামছুদ্দিন (৪৫), ইউসুফ (৪৮) ও রুহুল আমিন (৫০) বলেন, আমরা ব্যক্তিগত পর্যায়ে আখ চাষ করে যাচ্ছি। সরকারের কোনো সুযোগ-সুবিধা পাই না। এ বছর লেবার ও সার ওষুধের দাম বেশি থাকায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় আছি। বছরের শুরুতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সাথি ফসলও ভালো হয়নি। তাই আখ চাষে সরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান চাষিরা। যে হারে সার ও ওষুধের দাম বাড়ছে, তাতে সরকারি সুযোগ সুবিধা না থাকলে এক সময় আখ চাষ বন্ধ হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো: নাজমুল হুদা বলেন, আখ হচ্ছে একটি লাভজনক ফসল। এই এলাকায় সুগারমিল না থাকায় বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছে না। তবুও স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগেই আখ চাষ করে থাকেন। আখ চাষের জন্য সরকারি সুবিধা আসে না। তবুও আখের রোগবালাই প্রতিরোধে এবং ভালো ফলন পেতে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে আখের সাথে সাথি ফসল করে বাড়তি আয় করতে পারেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন