২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তজুমদ্দিনে এনজিও-সুশীল সমাজের সাথে সমন্বয় সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৫ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২২

তজুমদ্দিনে এনজিও-সুশীল সমাজের সাথে সমন্বয় সভা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি >> চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ পওকল্পের আওতায় ভোলার তজুমদ্দিনে এনজিও/ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাত মজুমদার, সিপিপির চাঁদপুর ইউনিয়নের সহকারী টিম লিডার মোঃ সিদ্দিকুর রহমান, সাংবাদিক হেলাল উদ্দিন লিটন, চপল রায়, পল্লীসেবা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পরিতোষ বড়ুয়া, সুশীল সমাজের প্রতিনিধি খোরশেদ আলম, নজরুল ইসলাম ও সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর প্রমুখ।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন