২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ০৮ ডিসেম্বর ২০২২

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে জেলে মো. বাবুল মাছ শিকার করতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজের ৩দিন পর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাঁর মরদেহ ভাসতে দেখে কোষ্টগার্ডকে খবর দেয়। পরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা তাঁর মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে যান।

বাবুল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপ্রসাদ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার নোঙর করতে গেলে পায়ে রশি পেঁচিয়ে নদীতে পড়ে যায় বাবুল। এরপর কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো খোঁজ পায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের ৪ কিলোমিটার দূর মেঘনা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। লাশের দেহে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন