২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে অবৈধ জাল আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৩ অপরাহ্ণ, ১২ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, তজুমদ্দিন:: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মৎস্য প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল আটক করা হয়েছে। পরে আটক জাল শশীগঞ্জ সুইচঘাট এলাকায় আগুনে পুড়ে ধংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান ও কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদের নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনার বুকে জেগে উঠা বিচ্ছিন্ন চরমোজাম্মেল ও কলাতলী সংলগ্ন মেঘনা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার মশারী জাল ও ২টি অবৈধ বেহুন্দি জাল আটক করেন। পরে আটক জাল দুপুর ৩ টায় শশীগঞ্জ সুইচঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খাঁন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক চপল রায় প্রমুখ।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন