২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

তজুমদ্দিনে প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৭ অপরাহ্ণ, ২৩ জুন ২০২২

তজুমদ্দিনে প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুন) রাত ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাকে এই সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাষ্টার মো. মোফাজ্জল হোসেন (বি.এ), বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ, বাংলাদেশ সাংবাদিক ফোরাম তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন লিটন, মডেল প্রেসক্লাবের সভাপতি চপল রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এফ এ মো. মোসলেউদ্দিন, এ আই ব্র্যাক কর্মি বাবুল চন্দ্র মজুমদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাইদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক তরুন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক রুবেল চক্রবর্তী, সাংবাদিক তামিম সাদী মান্নানসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে তাকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য ডা. পলাশ সরকার পিএএ তজুমদ্দিন উপজেলায় কর্মরত থাকাকালীন গাভীর কৃত্রিম প্রজনন কার্যক্রমে সফলতা অর্জন করায় ২০১৯ সালে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক (স্বর্ণপদক) লাভ করেন।

 

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন