২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তজুমদ্দিনে মিশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৩ অপরাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০২১

তজুমদ্দিনে মিশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

তজুমদ্দিন প্রতিনিধি >> ভোলার তজুমদ্দিনে ২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মেহেদি হাসান (মিশু হাওলাদার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধের নির্ধারিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর ২নং সোনাপুর ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল করেন কমিশনের সচিব। তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন বিএনপির স্বতন্ত্রপ্রার্থী ও আ’লীগের বিদ্রোহী ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্ধের দিনে মেহেদী হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী। যে কারণে এই ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হচ্ছেনা। আগামী ২৬ ডিসেম্বর সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের মাঝে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পুরুষ ১৬ হাজার ৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন