২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তজুমদ্দিনে সিআইজি চাষিদের মাঝে উপকরণ বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৭ অপরাহ্ণ, ০১ জুন ২০২০

বার্তা পরিবেশক, তজুমদ্দিন:: ভোলার তজুমদ্দিনে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের এর আওতায় ২০১৯-২০২০ আর্থিক সালে উন্নত প্রযুক্তির প্রদর্শনী বাস্তবায়নের লক্ষে নির্বাচিত সিআইজি চাষিদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ১০টি সমিতির মধ্যে উপকরণ হিসেবে প্রতিটিতে ৩৫ কেজি মাছের পোনা, ৭ ব্যাগ খাবার ও একটি সাইনবোর্ড বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, তজুমদ্দিন উপলেজলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম, উপজেলা মৎস্য কর্মমর্তা মু. মাহফুজুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা আমির হোসেন ও ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন প্রমুখ।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন