২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

তফসিলের আগে সংসদ বিলুপ্তির দাবি বাম জোটের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২১ অপরাহ্ণ, ২৩ অক্টোবর ২০১৮

তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করে সব দল-মতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, তফসিল ঘোষণার আগে সংসদ বিলুপ্ত করা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বরিশালে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা গণসংগতি আন্দোলনের সদস্য সচিব হারুনর রশিদ মাহমুদ, জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক সাইদুর রহমান এবং জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য অধ্যাপক শাহ্ আজিজুর রহমান রহমান খোকন প্রমুখ।

বক্তারা দেশ ও জনগণের স্বার্থে বাম গণতান্ত্রিক জোটের দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন