২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

তরমুজ বিক্রিতে প্রতারণা: পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ২২ মার্চ ২০২৩

তরমুজ বিক্রিতে প্রতারণা: পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: প্রতি বছরের ন্যায় এবারও রমজানের শুরুতে রসালো ফল তরমুজ বিক্রিতে প্রতারণার আশ্রয় নিয়েছে বরিশালের ব্যবসায়ীরা। পিস হিসেবে তরমুজ কিনে খুচরা বাজারে কেজি হিসেবে বিক্রি শুরু করেছে। এমন বাস্তবতায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫ ব্যবসায়ীকে জরিমনা করেছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে র‌্যাবের একটি টিম।

সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বরিশালটাইমসকে জানান, বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও রমজান মাসের আগমনকে কেন্দ্র করে কেজি দরে তা বিক্রি শুরু করেন খুচরা বিক্রেতারা। প্রাপ্ত খবরের ভিত্তিতে তারা অভিযানে নামেন এবং সত্যতা পেয়ে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেন।

গত বছরও রমজানের শুরুতে অনুরুপ প্রতারণার আশ্রয় নেয় বরিশালের খুচরা তরমুজ বিক্রেতারা, যা নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখিতে বিষয়টি আলোচনায় আসলে তুমুল সমালোচনার সৃষ্টি করে। উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসন তখন শক্তপোক্ত অবস্থান নিয়ে মাঠে নামে এবং অসাধু ব্যবসায়ীদের জেল-জরিমানা পর্যন্ত করে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন