২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

তাজমহল দেখতে খরচ বাড়ল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৮

বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহলের দর্শন ফি এক লাফে ২০০ রুপি বেড়ে গেল। গতকাল সোমবার থেকে তাজমহলের নতুন এই দর্শন ফি কার্যকর হয়েছে।

এখন থেকে তাজমহলের মূল সমাধিস্থল দেখতে দর্শনার্থীদের অতিরিক্ত ২০০ রুপি গুনতে হবে। ভারতীয়দের পাশাপাশি সার্কভুক্ত দেশ ও অন্য দেশের পর্যটকদেরও এই বাড়তি অর্থ খরচ হবে।

আগে ভারতীয়দের ৫০ রুপিতে তাজমহলের মূল সমাধিস্থল দেখার সুযোগ ছিল। কিন্তু এখন তাজমহলের মূল সমাধিস্থল দর্শনসহ সব মিলিয়ে তাঁদের জন্য ফি নির্ধারিত হয়েছে ২৫০ রুপি। যাঁরা শুধু তাজমহল চত্বর দেখবেন, তাঁদের জন্য নির্ধারিত রয়েছে ৫০ রুপি। ৫০ রুপির টিকিট কেটে দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারবেন না। দেখতে পারবেন না তাজমহলের মূল সমাধিস্থল। তাঁরা তাজমহলের চারপাশ ও যমুনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের (এএসআই) প্রধান বসন্ত স্বর্ণাকর জানিয়েছেন, এখন থেকে ভারতীয় পর্যটকদের তাজমহল ঘুরে দেখতে খরচ পড়বে মোট ২৫০ রুপি। সার্কভুক্ত দেশের পর্যটকদের দিতে হবে ৭৪০ রুপি। এত দিন সার্কভুক্ত দেশের পর্যটকদের গুনতে হতো ৫৪০ রুপি। আর বিদেশি পর্যটকদের গুনতে হবে ১ হাজার ৩০০ রুপি। আগে বিদেশি পর্যটকদের ১ হাজার ১০০ রুপি খরচ হতো।

বসন্ত স্বর্ণকার বলেন, তাজমহলের মূল সমাধিস্থলে পর্যটকদের ভিড় কমাতে টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে বিশ্বের সপ্তাশ্চর্যের এক আশ্চর্য ঐতিহাসিক তাজমহল অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তাঁর সহধর্মিণী বেগম মমতাজ মহলের স্মৃতি রক্ষায় গড়ে তোলন এই ভালোবাসার সৌধ। ৪২ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় তাজমহল। ১৯৮৩ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্বের ঐতিহ্যবাহী স্মৃতিসৌধের তালিকাভুক্ত করে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন