২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

তালতলীতে সুন্দরবন থেকে ভেসে এলো মৃত হরিণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৪০ অপরাহ্ণ, ০৩ জুন ২০২৩

তালতলীতে সুন্দরবন থেকে ভেসে এলো মৃত হরিণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন থেকে একটি মৃত হরিণ জোয়ারের পানিতে ভেসে এসেছে। বন বিভাগ হরিণটি উদ্ধার করে ময়না তদন্ত করে মাটি চাপা দিয়েছে। শনিবার (০৩ জুন) দুপুরে উপজেলার ফকিরহাটের সকিনা খাল থেকে মৃত হরিণটি উদ্ধার করে বন বিভাগ।

ফকিরহাটের সকিনা বিটের দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের কর্মকর্তা মোসারেফ হোসেন বলেন, বঙ্গোপসাগরের পানির স্রোতের সঙ্গে ভেসে এসে সকিনা খালের চরে মৃত হরিণটি আটকে যায়।ধারণা করা হচ্ছে, সুন্দরবনের হরিণ শিকারীদের ধাওয়ায় আহত হয়ে হরিণটি সাগরের পানিতে তলিয়ে যায়।

এতে হরিণটি মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন, প্রায় ৪৫-৫০ কেজি ওজনের হরিণটির শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত ছিল। উদ্ধার করার পর মৃত হরিণটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে।

 

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন