২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তিউনিশিয়া উপকূলে ১২ দিন ধরে অবরুদ্ধ ৬৪ বাংলাদেশি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫১ অপরাহ্ণ, ১২ জুন ২০১৯

লিবিয়া থেকে যাত্রা শুরুর পর তিউনিশিয়া উপকূলে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী আটকা পড়েছেন। মিশরের একটি নৌকা তিউনিশিয়ার সমুদ্রসীমা থেকে উদ্ধার করলেও তাদের কেউ গ্রহণ করতে রাজি হচ্ছে না। খবর রয়টার্সের।

১২ দিন ধরে এই ৭৫ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলীয়কূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে সমুদ্রে আটকা পড়ে আছেন। আটকা পড়া অন্যান্যরা মরক্কো, সুদান ও মিশরের নাগরিক।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম বলেছেন, এতদিন থেকে সমুদ্রে থেকে তাদের অবস্থা খুবই শোচনীয়। তাদের চিকিৎসা সেবা দিতে সেখানে চিকিৎকরা পৌঁছেছেন। কিন্তু অনেকেই খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভালোজীবন যাত্রার খোঁজে বেরিয়ে পড়া এসব মানুষ এখন ইউরোপ পৌঁছাতে চান।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন