১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তিনি পারেনও বটে! ৫০ বছরে ৬০ সন্তানের বাবা: নিতে চান আরও

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৩ পূর্বাহ্ণ, ০৮ জানুয়ারি ২০২৩

তিনি পারেনও বটে! ৫০ বছরে ৬০ সন্তানের বাবা: নিতে চান আরও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ৬০তম সন্তানের বাবা হয়েছেন সম্প্রতি। তবে এখানেই রণেভঙ্গ দিচ্ছেন না তিনি। আরও বিয়ে করে আরও সন্তানের জন্ম দিতে চান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যখন মানুষের তিন-চার জনের সংসার সামলাতেই প্রাণান্তকর অবস্থা, সেখানে তিনি তিন স্ত্রী ও ৬০ সন্তানের সংসার সামলাচ্ছেন আপন খেয়ালে। গল্পের মতো মনে হলেও এটাই সত্যি।

এবিপিলাইভ ও টাইমসনাউনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর বয়সি এই প্রৌঢ়ের নাম সরদার জান মোহাম্মদ খান খিলজি। বাড়ি পাকিস্তানের কোয়েটায়। পেশায় চিকিৎসক। কোয়েটার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সরদারের বাড়ি। বিরাট পরিবারের কর্তা হিসেবে তিনি এমনিতেই বেশ পরিচিত।

কিছুদিন আগেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার এক স্ত্রী। সদ্যোজাত পুত্রের নাম রেখেছেন হাজি খুশল খান। সরদার খিলজি বলেন, ‘খুশলের খেলার সঙ্গী প্রয়োজন। তাই আমি তাকে আরও ভাই-বোন দিতে চাই।’

ওই ব্যক্তি বিবিসিকে বলেছেন, ‘আমি আমার বন্ধুবান্ধব সবাইকে বলেছি একজন পাত্রী খুঁজে দিতে। আবার বিয়ে করতে চাই। আর সেটাও আবার বাচ্চার বাবা হওয়ার জন্য। তবে আর ছেলে চাই না। এবার আমি মেয়ে চাইছি।’ তবে আবার বিয়ে করার সাধ থাকলেও প্রৌঢ়ের দাবি, তার বর্তমান স্ত্রীরাও আবার মা হতে চান।

খিলজির ইচ্ছা সবাইকে নিয়ে এক ছাদের নিচে থাকার। এজন্য নিজের বসতবাড়ি আরও বড় করার ইচ্ছা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি পরিবার নিয়ে বেড়াতে খুব ভালোবাসেন। কিন্তু সেটাও দিন দিন সমস্যা হয়ে যাচ্ছে। কারণ পরিবার নিয়ে বেড়াতে গেলে অনেক গাড়ি দরকার তার। এ নিয়ে তিনি বলেন, ‘সরকার থেকে আমায় একটা বাস দিলে খুব ভালো হয়। তাহলে পরিবারের সবাইকে নিয়ে আমি বাসে চেপে বেড়াতে যেতে পারতাম। গোটা দেশ পরিবারকে ঘুরিয়ে দেখাতে চাই।’

যাতায়াতের সমস্যা ছাড়াও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও চিন্তার কারণ হতে পারে সরদারের। তিনি নিজেই জানিয়েছেন, ‘ক্লিনিক ব্যবসা আর আগের মতো চলছে না। বিশেষ করে তিন বছর ধরে সংসারের খরচ সামলানো বেশ মুশকিল হয়ে উঠেছে।’

তবে তার সাফ কথা, যতই কষ্ট হোক, তিনি ঘাবড়াচ্ছেন না। জানিয়েছেন, গোটা সংসারের খরচ বহন করতে যথাসাধ্য পরিশ্রম করবেন তিনি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন