১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

তুরস্কে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: তুরস্কে চলছে অভিবাসী আটক অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটি বৃহত্তম নগরী ইস্তাম্বুল থেকে ১৩৫ অভিবাসীকে আটক করা হয়ছে। আটককৃতদের সবাই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহে অন্তত এক হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
আটককৃত অভিবাসীরা পাকিস্তানি, কঙ্গোলিজ, সিরিয়ান, ইরাকি, আফগান, তিউনিসিয়ান, কুয়েতি, মরোক্কান, তুর্কমেনি, মিশরীয়, ভারতীয়, আলজেরিয়ান, সোমালি, ঘানায়ান, ইয়েমেনি, ফিলিস্তিনি, ইরিত্রিয়ান ও নাইজেরিয়ার নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন