২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তড়িঘড়ি করে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবল মাইক্রোবাস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৩ অপরাহ্ণ, ০৯ মে ২০২১

তড়িঘড়ি করে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবল মাইক্রোবাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সকল যাত্রী জীবিত উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাইক্রোবাসটিতে এক শিশুসহ ৫ জন যাত্রী ছিলেন। আজ রোববার (৯ মে) বিকেলে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি রাজধানী ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে তারা ফেরির অপেক্ষায় ছিলো। পন্টুন থেকে গাড়িটি পেছনের দিকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পড়ার পর মাইক্রোবাসটি পদ্মার পানিতে ডুবে যায়।

স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ৫ আরোহীকে জীবিত উদ্ধার করতে করে। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়, বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আশরাফুল ইসলাম।

এদিকে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, মাইক্রোবাসটি তড়িঘড়ি করে ফেরিতে উঠতে চেয়েছিল, এমন সময় নদীতে পড়ে যায়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন