২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

থানায় তরুণীর অনশন, পুলিশ কনস্টেবলকে বিয়ে করতে চাপ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০২৩

থানায় তরুণীর অনশন, পুলিশ কনস্টেবলকে বিয়ে করতে চাপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার তালতলীতে মো. আসাদ নামের এক পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় অনশনে বসেছেন এক তরুণী। আসাদ তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অনশনে বসা তরুণী আসাদের প্রাক্তন স্ত্রী। গত সোমবার রাত থেকে তালতলী থানায় ওই তরুণী অনশন করছেন।

জানা যায়, ২০১৯ সালে বরগুনার বেতাগী থানায় কর্মরত থাকাকালে ফেসবুকে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় আসাদের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন।

২০২২ সালের মাঝামাঝিতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রাখেন আসাদ। পরে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপরও বিয়ে না করায় গত সোমবার রাত থেকে তালতলী থানায় অনশনে বসেন ওই তরুণী।

অনশনে বসা ওই তরুণী বলেন, আমাকে বিয়ের পর ডিভোর্স দেয় আসাদ। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে ফের সম্পর্ক তৈরি করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এখন আমি বিয়ের দাবিতে তালতলী থানায় আছি।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. আসাদ বলেন, আমাদের মধ্যে ঝামেলা ছিল। তবুও আমরা যোগাযোগ ঠিক রেখেছি। আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই। ছুটি নিয়ে বাড়িতে গিয়েই বিয়ে করব।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু সাংবাদিকদের বলেন, সোমবার রাতে বিয়ের দাবিতে থানায় এসে অনশন করেন এক তরুণী। উভয়পক্ষের সঙ্গে কথা হয়েছে। আসাদ বিয়ের জন্য রাজি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন