২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

থানা থেকে ১৮টি বন্দুক চুরি, এসআই গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০১ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: থানা থেকে একে একে ১৮টি বন্দুক চুরি হয়ে গেছে অথচ কর্তৃপক্ষ কিছুই বুঝে উঠতে পারছিল না, কীভাবে চুরি হচ্ছিল এসব বন্দুক। শেষমেষ জানা গেছে খোদ ওই থানার পুলিশের এসআই এসব বন্দুক চুরি করে পাচার করে দিয়েছেন।

এ ঘটনায় তারাপদ টুডু নামে ওই এসআই সহ আরও ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের লালগড় থানায়।

পুলিশ জানায়, ২০০৮ থেকে পরবর্তী প্রায় ৪ বছর লালগড় থানা এলাকায় মাওবাদীদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল। সেই সময় থেকেই বিভিন্ন সময়ে পুলিশ অনেক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল। সেই সমস্ত বাজেয়াপ্ত অস্ত্র নিয়ে এখনও মামলা চলছে আদালতে। ফলে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলো রাখা ছিল থানারই মালখানাতে। তারাপদ নামে ওই এসআই অন্য জায়গায় বদলি হওয়ার পর থানার মালখানার হিসেব দেখতে গিয়েই দেখা যায় অন্তত ১৮টি বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের কোনো হদিস নেই।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ তাদের আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।থানা থেকে একে একে ১৮টি বন্দুক চুরি হয়ে গেছে অথচ কর্তৃপক্ষ কিছুই বুঝে উঠতে পারছিল না, কীভাবে চুরি হচ্ছিল এসব বন্দুক। শেষমেষ জানা গেছে খোদ ওই থানার পুলিশের এসআই এসব বন্দুক চুরি করে পাচার করে দিয়েছেন।

এ ঘটনায় তারাপদ টুডু নামে ওই এসআই সহ আরও ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের লালগড় থানায়।

পুলিশ জানায়, ২০০৮ থেকে পরবর্তী প্রায় ৪ বছর লালগড় থানা এলাকায় মাওবাদীদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল। সেই সময় থেকেই বিভিন্ন সময়ে পুলিশ অনেক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল। সেই সমস্ত বাজেয়াপ্ত অস্ত্র নিয়ে এখনও মামলা চলছে আদালতে। ফলে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলো রাখা ছিল থানারই মালখানাতে। তারাপদ নামে ওই এসআই অন্য জায়গায় বদলি হওয়ার পর থানার মালখানার হিসেব দেখতে গিয়েই দেখা যায় অন্তত ১৮টি বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের কোনো হদিস নেই।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ তাদের আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন