২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দক্ষিণাঞ্চলের ৫ রুটে সরাসরি ঢাকাগামী বাস চলাচল বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ২৬ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: ঝালকাঠি বাস মালিক সমিতির সাথে বরিশাল-পটুয়াখালী ও পিরোজপুর বাস মালিক সমিতির দ্বন্ধের জেরে ঝালকাঠির অভ্যন্তরীণ সড়ক দিয়ে দক্ষিণ অঞ্চলের ৫ রুটে ঢাকাগামী যাত্রী পরিবহন সরাসরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার বিকেল থেকে পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, ঝালকাঠির কাঠালিয়া ও আমুয়া এই ৫ রুটের ঢাকার সাথে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি। ঢাকার সাথে সারাসরি বাস চলাচল বন্ধ হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলের এই ৫ রুটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।এছাড়া যাত্রীদের বেশি ভাড়াগুনে বিকল্পযানে ঝালকাঠি এসে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে ।

দীর্ঘদিন ধরে এসব রুটে পরিবহন চলে আসলেও ঝালকাঠি বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসব পরিবহন শুধু জেলা শহরের বাস টার্মিনাল থেকে যাতায়াতের অনুমতি রয়েছে। জেলার অভ্যন্তরীণ রুট তাদের চলাচলের সুযোগ নেই।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন