১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুধ দিচ্ছে বাবু লালের পাঁঠা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৫ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৯

অবিশ্বাস্য মনে হলেও সত্যি ছাগি নয় দুধ দিচ্ছে একটি পুরুষ ছাগল (পাঁঠা)। এমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। ওই উপজেলার মোলান রশিদপুর গ্রামের একটি ছাগল প্রজনন খামারে প্রতি প্রায় এক লিটার করে দুধ দিচ্ছে একটি পাঁঠা। সেই দুধের স্বাদও ছাগীর দুধের মতই। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এমন ব্যতিক্রমী খবরে দূর দুরন্ত থেকে লোকজন ভিড় করছেন ওই গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের ছাগল প্রজনন খামারী বাবু লাল প্রায় ২০ বছর আগে বড় ভাইয়ের পাঁচটি পাঁঠা নিয়ে বাণিজ্যিকভাবে ছাগল প্রজনন খামার শুরু করেন। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের ১৬টি পাঁঠা আছে । তিনি বছর খানেক আগে খামারের একটি পাঁঠার তলপেটে স্ত্রী ছাগলের মত দুধের বাঁট দেখতে পান। তখন ব্যথার কারণে ছটফট করত পাঁঠাটি। পরে স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান, পাঁঠাটির বাঁট দিয়ে যে দুধ নিঃসরণ হচ্ছে এর স্বাদ ও গুণগত মান ছাগীর দুধের মতই। এরপর থেকে নিয়মিত দুধ সংগ্রহের পর তা নিজেও খান, আবার পাড়াপড়শিদেরও দেন বাবু লাল।

তিনি জানান, প্রতিদিন প্রায় এক লিটার দুধ দেয় পাঁঠাটি। প্রায় এক বছর আগে এই ঘটনার শুরু হয়। একদিন হঠাৎ খেয়াল করি তিন বছর বয়সী পাঁঠাটির তলপেটে দুধের ওলানের (বাঁট) মত বের হয়ে তা মোটা হয়ে গেছে। তখন পশু ডাক্তার দেখালে তিনি জানান যে, বাঁটে দুধ জমছে। সেই থেকে প্রতিদিন ছাগলটি হাফ লিটার থেকে এক লিটারের মত দুধ দিচ্ছে। পাঁঠার দুধ পান করে এলাকাবাসীরা জানিয়েছেন এর স্বাদ স্ত্রী ছাগলের দুধের মতই।

Patha-

একই গ্রামের আব্দুল ওয়াহাব, বাদশা মিয়া, নিবারন চন্দ্র, পার্শ্ববর্তী সরাইল গ্রামের লাবন মন্ডলসহ আরও কয়েকজন জানান, বাবু লালের পাঁঠাটির দুধের বাঁট বিদেশি গরুর মত মোটা। তারাও এই দুধ খেয়েছেন। স্বাদ সাধারণ দুধের মতই। এ খবর ছড়িয়ে পরার পর বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসছে।

এলাকার ৭৫ বছরের বৃদ্ধ আ. খালেক মোল্লা বলেন, পাঁঠাও দুধ দিচ্ছে এমন ঘটনা শুনে স্বচক্ষে দেখার জন্য অনেক দূর দুরান্ত থেকে প্রতিদিন শত শত লোক লাল বাবুর খামারে আসছেন এবং দুধ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন