১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুর্গাপুজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপি সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও মহিলা মহাজোট মঠবাড়িয়া শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে হিন্দু মহাজোটের মঠবাড়িয়া শাখার আহ্বায়ক শ্যামল মিত্রের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল, কে এম লতিফ ইনস্টিটিউশনের (অবসরপ্রাপ্ত) শিক্ষক রনজিত কুমার শীল, সদস্য-সচিব শিক্ষক সঞ্জীব সমাদ্দার লিটন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সওয়াজল, যুব মহাজোটের সভাপতি অভিজিৎ হালদার, জুয়েলার্স সমিতির সভাপতি রতন কর্মকার, তাপস দেবনাথ, রাজীব কুমার সাহা, দেবাশীষ চৌধুরী এবং স্বপন কুমার হালদার প্রমুখ।

বক্তারা বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজার অষ্টমীর দিন বড় পুজা হলেও সরকারি ছুটি থাকে দশমীর দিন। এ নিয়ম পরিবর্তন করে অষ্টম থেকে দশমী পুজার দিন তিন দিনের সরকারী ছুটির জোর দারি রাখেন।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন