২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দুর্গাপূজার উৎসবের আনন্দে মদপান: ৩ যুবকের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ২৮ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কুষ্টিয়ায় দুর্গাপূজার উৎসবের আনন্দে মদপানের পর অসুস্থ হয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজন মারা গেছেন।

বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তারা নিহত হন।

নিহতরা হলেন-খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, দুর্গাপূজার উৎসবের আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন তারা।

মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে পরিবারের লোকজন আলাদাভাবে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিষাক্ত মদপানে’ তিন যুবকের মৃত্যুর এ ঘটনা তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন