২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুর্বার গতিতে ছুটছে ব্রাজিল, উড়িয়ে দিল পেরুকে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ১৮ জুন ২০২১

দুর্বার গতিতে ছুটছে ব্রাজিল, উড়িয়ে দিল পেরুকে

ব্রাজিল–৪            পেরু-০

(অ্যালেক্স স্যান্ড্রো, নেমার, এভার্টন রিবেইরো, রিচার্লিসন)

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ব্রাজিলকে সত্যিই রোখা যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। অন্তত লাতিন আমেরিকার ফুটবল এরিনায়। বিশ্ব কাপ কোয়ালিফায়িং রাউন্ডে টানা ছটা ম্যাচ জেতার পর কোপা আমেরিকার পর পর দুটি ম্যাচে জয় এবং তা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে তিন গোলে হারানোর পর শুক্রবার সকালে ব্রাজিল এক গণ্ডা গোলে হারাল পেরুকে। এই পেরু গত বারের কোপা আমেরিকার ফাইনালিস্ট। দু বছর আগে তারা হেরেছিল ১-৩ গোলে। এবার তো একেবারে ভরাডুবি।

ব্রাজিল কোচ তিতে আগেই বলেছিলেন, আগামি বছরের বিশ্ব কাপের টিম গড়ার লক্ষ্যে তিনি কোপা খেলছেন। তাই এদিন নামানি মাঝ মাঠের এক নম্বর খেলোয়াড় কাশেমিরোকে। তাতে অবশ্য টিমের পারফরম্যান্সের কোনও ইতর বিশেষ হয়নি। কাশেমিরোর বদলে ফ্রেড নামায় মাঝ মাঠ সচলই ছিল। ডিফেন্সে ফেরত এসেছেন প্রবীণ থিয়াগো সিলভা। এতে ডিফেন্স আরও শক্তিশালী হয়েছে। কিন্তু এই সব অঙ্ক কষার আগেই ম্যাচের মাত্র ১২ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেড-নেমার হয়ে বল যায় আগুয়ান সাইড ব্যাক অ্যালেক্স স্যান্ড্রোর পায়ে। গোল করতে ভুল করেননি তিনি।

প্রথমার্দ্ধের বাকি সময়টা ব্রাজিল নিরন্তর আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। সেটা হল বিরতির পর। ৬৮ মিনিটে গোল পেলেন নেমার। ফ্রেড বলটা সাজিয়ে দেন নেমারের জন্য। আন্তর্জাতিক ফুটবলে নিজের ৬৬ নম্বর গোলটা করে ফেললেন প্যারিস সাঁ জাঁমার স্ট্রাইকার। এদিনই টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তাতে রাখা হয়নি নেমারকে। আসলে যখন অলিম্পিক হবে তখন প্রি সিজন ক্যাম্প করবে প্যারিস। তাই তারা ছাড়েনি নেমারকে।

দ্বিতীয় গোলের পর ব্রাজিলের আক্রমণের চাপ আরও বাড়ে। মাঝ মাঠে রিচার্লিসন, ফির্মিনহো এবং ভিনিসিয়াসের কম্বিনেশনে একটার পর একটা আক্রমণের ঢেউয়ে ভেসে যায় পেরু। ৮৯ মিনিটে নেমার-রিচার্লিসন হয়ে বল যায় এভার্টন রিবেইরোর কাছে। গোলের ঠিকানা লেখা পাসটাকে গোলেই পাঠিয়ে দেন এর্ভাটন। তখনও গোল ক্ষুধা কমেনি ব্রাজিলের। তাই ৯৩ মিনিটে রিচার্লিসন গোল করে এদিনের কোটা সম্পূর্ণ করেন।

বি গ্রূপে ব্রাজিলের সঙ্গে আছে পেরু, ভেনেজুয়েলা, ইকোয়েডর এবং কলম্বিয়া। পর পর দুটো ম্যাচে জেতার পর বাকি দুটো ম্যাচেও ব্রাজিলই প্রবল ফেভারিট। আসল লড়াই শুরু হবে প্রি কোয়ার্টার ফাইনালে। কারণ উল্টো দিকে আছে আর্জেন্তিনা, উরুগুয়ে কিংবা চিলির মতো টিম। তখনই ব্রাজিলের শ্রেষ্ঠত্বের আসল পরীক্ষা।

 

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন