২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দৌলতখানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৯ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০২০

বার্তা পরিবেশক, দৌলতখান:: ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতখান পৌরশহরের বাজার মনিটরিংকালে র‌্যাব-৮ ও ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। সেখানে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মধ্য বাজারে ব্যবসায়ীদের উদ্দ্যেশে মাইকিং করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, কোন পণ্যের দাম অধিক রাখলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করবেন। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন