২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দৌলতখানে ২ মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ২৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ২১ অক্টোবর ২০২০

নিজস্ক প্রতিবেদক, বরিশাল:: ভোলার দৌলতখানে আসন্ন পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রার্থীর অন্তত ২৫ জন সমর্থক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতখান মধ্যবাজারে বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার এবং আওয়ামী লীগ মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখানে আসন্ন পৌর নির্বাচন ঘিরে মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপুর সমর্থকরা দৌলতখান বাজারে মিছিল বের করে। এ সময় বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদাররের সমর্থকরাও বাজারে মিছিল বের করে। পরে দুই পক্ষের মিছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে উভয়পক্ষ মুখোমুখি হয়।

একপর্যায়ে মিছিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে দৌলতখান বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। আহতদের মধ্যে কেউ কেউ দৌলতখান হাসপাতাল থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অনেকে স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানায় সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ওসি বজলার রহমান বরিশালটাইমসকে জানান, দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে টহলে আছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন