২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দৌলতখানে ৪৫ গ্রাম পুলিশ পেলেন সাইকেল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৪ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক দৌলতখান (ভোলা):: ভোলার দৌলতখান উপজেলার নয়টি ইউনিয়নে ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বিনামূল্যে ৪৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থয়ানে গ্রাম পুলিশ সদস্যেদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন, ভোলা- ২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় এমপি আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সব পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যরা গ্রামের শান্তি বজায় রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। তারা ইউনিয়ন পরিষদের সকল তথ্য গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গোলাম নবীনবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হামিদুর রহমান টিপু, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবির হাসনাইন প্রমূখ।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন