২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দৌলতখানে ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০২:০২ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২২

দৌলতখানে ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ

#এসব অবৈধ জালের সাথে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে
#অভিযানকে বিভিন্নভাবে বাঁধা-বিঘ্নের চেষ্টা চালাচ্ছেন তাঁরা

সংবাদদাতা,দৌলতখান, ভোলা॥ জাটকা সংরক্ষণ অভিযানে ভোলার দৌলতখানে ৪ লাখ ২০ হাজার মিটার অবৈধ মশারি, বেহুন্দি ও গুডি জাল জব্দ করা হয়েছে। এসময় ৮ জন জেলে, ১১ টি মাছ ধরার ট্রলার ও ৯০ কেজি জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড,র‌্যাব ও থানা পুলিশ যৌথভাবে ৩০ দিনে ১৬ টি অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে। এসব
অভিযানে জব্দ হওয়া ৪ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ৯০ কেজি মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়। আটক হওয়া ৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। জব্দ মাছধরার ট্রলারগুলো নিলাম দেয়া হয়েছে।

আজ বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত টানা ৮ মাস দৌলতখানের মেঘনা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এসব অভিযান সফল করতে দৌলতখানের মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

জাটকা মাছ ধরার অপরাধে আটক হওয়া এসব জেলেদের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।

তিনি আরও জানান, এসব অবৈধ জালের সাথে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। তারা অভিযানকে বিভিন্নভাবে বাঁধা-বিঘ্নের চেষ্টা চালাচ্ছে। সাধারণ জেলেদের সাথে নিয়ে এসব অবৈধ জালের বিরুদ্ধে জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন