২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দ্বিতীয় সপ্তাহে ৭৬ হলে চলছে দহন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫১ অপরাহ্ণ, ০৮ ডিসেম্বর ২০১৮

‘দহন’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। তাই দ্বিতীয় সপ্তাহে এসে বেড়েছে হল সংখ্যাও।প্রথম সপ্তাহে ৪৭টি হলে মুক্তি পেয়েছিলো রায়হান রাফির ‘দহন’।

দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়িয়েছে ৭৬টিতে। দর্শক চাহিদায় প্রেক্ষাগৃহের মালিকরা ছবিটি নিয়ে আগ্রহী হয়েছেন বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

পরিচালক রায়হান রাফির দ্বিতীয় সিনেমা ‘দহন’। অন্যদিকে এটি সিয়াম-পূজা জুটিরও দ্বিতীয় ছবি।

দহন ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, রাইসা, সুষমা প্রমুখ।

অ্যাকশন, প্রেম, নোংরা রাজনীতি, সন্ত্রাসবাদ-এসব নিয়ে নির্মিত হয়েছে দহন। শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেতে যাচ্ছে দহন, জানান ছবির প্রযোজক আব্দুল আজিজ।

দ্বিতীয় সপ্তাহে ‘দহন’ চলছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, চিত্রামহল সিনেমা হলে।

এছাড়াও ছবিটি দেখা যাবে-রানীমহল সিনেমা- ডেমরা, সিলভার স্কিন- চট্টগ্রাম, চম্পাকলি সিনেমা- টঙ্গী, বর্ষা সিনেমা- জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা- নারায়ণগঞ্জ, সেনা সিনেমা- সাভার, মনিহার সিনেমা- যশোর, নন্দিতা সিনেমা- সিলেট, ছায়াবানী সিনেমা- ময়মনসিংহ, আলমাস সিনেমা- চট্টগ্রাম, সনিয়া সিনেমা- বগুড়া, রুপকথা সিনেমা- পাবনা, মর্ডান সিনেমা- দিনাজপুর, অভিরুচি সিনেমা- বরিশাল, লিবার্টি সিনেমা- খুলনা, রাজ সিনেমা- কুলিয়ারচর, মম-ইন- বগুড়া, কেয়া সিনেমা- টাঙ্গাইল, মধুমতি সিনেমা- ভৈরব, শংখ সিনেমা- খুলনা, শাপলা সিনেমা- রংপুর, বনলতা- ফরিদপুর, আলতা- সরিষাবাড়ী, অনামিকা সিনেমা- পিরোজপুর, বাবু সিনেমা- কিশোরগঞ্জ, বৈশাখী সিনেমা- নরিয়া, ছন্দা সিনেমা- কালীগঞ্জ, দিনান্ত সিনেমা- কেশরহাট, গ্যারিশন সিনেমা- দয়ারামপুর, লাইটহাউজ সিনেমা- পারুলিয়া, মমতাজমহল সিনেমা- নীলফামারী, নসীব সিনেমা- শাপাহার, রাজু সিনেমা- ঈশ্বরদী, রঙ্গধনু সিনেমা- নজিপুর, রুপালী সিনেমা- পাঁচবিবি, শাহীন সিনেমা- বল্লাবাজার, সখী সিনেমা- হোসাইনপুর, সোনালী সিনেমা- ঘোড়াঘাট, সনি সিনেমা- ইসলামপুর, উল্লাস সিনেমা- বীরগঞ্জ, আলমডাঙ্গা সিনেমা- আলমডাঙ্গা, বনানী- কুষ্টিয়া, বর্ণালী- শাহজাদপুর, চিত্রাবানী- গোপালগঞ্জ, ফিরোজমহল- পাগলা, গ্যারিসন- কুমিল্লা, হ্যাপি- লক্ষীপুর, হিরামন- নেত্রকোনা, কাজলী- মতলব, কল্লোল- মধুপুর, মানসী- কিশোরগঞ্জ, মেহেরপুর- মেহেরপুর, মনিকা- শায়েস্তাগঞ্জ, মুন- মুক্তাগাছা, নিউ গুলশান- জিঞ্জিরা, পালকী- চান্দিনা, প্রিয়া- ঝিনাইদহ, পূর্বাষা- শান্তাহার, রাজিয়া- নাগরপুর, রাজমনি- বোরহানুদ্দিন, রুপালী- কুমিল্লা, রুপকথা- শেরপুর, সাগরিকা- চালা, সংগীতা- সাতক্ষীরা, সেনা- ঢাকা, সোনালী- টেকেরহাট, তাজ- গাইবান্ধা, নবাব সিরাজউদুল্লাহ অডিটরিয়াম- নাটোর, তিতাস- পটুয়াখালী সিনেমা হলে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন