১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে ওজোপাডিকোর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০১ অপরাহ্ণ, ২১ মার্চ ২০১৯

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বরিশাল বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওজোপাডিকোর নলছিটি বিদ্যুৎ সরবারহের আওতায় থাকা হাইস্কুল সড়ক, বাসস্ট্যান্ড, টিঅ্যান্ডটি রোড, বাইপাস রোড, মালিপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিল বকেয়া থাকায় ৭টি সংযোগ বন্ধ করে গ্রাহকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এসময় গ্রাহকদের অবৈধ ৩টি মিটার জব্দ করা হয়।
নলছিটি বিদ্যুৎ সরবারহের আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যামত জানান, নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।’’
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন