২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৪ অপরাহ্ণ, ১২ জুলাই ২০১৯

ঝালকাঠির নলছিটিতে বদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার সূর্যপাশা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে নির্মাণ শ্রমিক মো. মিলন হোসেন (৩৩) ও মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের মো আবু বকর খানের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায় বিল্পব খান রায়হান (২৯)।

নিহত রায়হানের ছোট ভাই রাব্বী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ছাদ পরিস্কার করার কাজ করছিলেন রায়হান। ছাদের জমে থাকা পানিতে আগ থেকেই পল্লী বিদ্যুৎতের ছিড়ে পড়ে থাকায় সে বিদ্যুৎতায়িত হয়। অনেকক্ষণ তার কোন খোঁজ না থাকায় পরিবারের লোক ছাদে গিয়ে তাকে তার জরানো অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

এদিকে নলছিটি শহরের টিএন্ডটি সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিলন নলছিটি পৌর এলাকার সুর্যপাশা গ্রামে মো. আলমগীর হোসেনের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শহরের নলছিটি টিএনটি সড়কের বাসিন্দা আবদুস সালামের মালাকানাধীন ভবন নির্মাণ কাজে এসেছিলেন মিলন। ঘটনার সময় সে নির্মাণাধীন ভবনে রড তোলার কাজ করছিলেন। এসময় লোহার রড বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে লেগে শ্রমিক মিলন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যাপারে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন জানান, টিএনটি সড়কের ওই লাইনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও মানসম্মত। ধরনা করা হচ্ছে, শ্রমিককের অসাবধানতা বশত রডের সাথে তারের সংযোগ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে লাইনের পাশে নির্মাণ কাজ করার পূর্বে কর্তৃপক্ষের আমাদের অবহিত করার বিধিবিধান রয়েছে। ভবনের মালিক কাজ করার বিষয়টি আগে জানালে কাজের সময় ওই লাইনের সংযোগ বন্ধ রাখা হত।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন