২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে যুবদলের দু’গ্রুপে সংঘাতে আহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০১ অপরাহ্ণ, ৩১ মে ২০১৭

ঝালকাঠির নলছিটিতে যুবদলের গ্রুপে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৩০ মে) সকাল ১০টায় সদর উপজেলার বারইকরণ খেয়াঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল শহরের কামারপট্টির কার্যালয়ে আলোচনা সভা ও শোকযাত্রার আয়োজন করে। এতে যোগ দিতে সকাল ১০টায় নলছিটি উপজেলা যুবদলের সভাপতি মাসুম শরীফ ও পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদারের নেতৃত্বে যুবদলের একাংশ বারইকরণ খেয়াঘাট এলাকায় আসে। একইসময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ শাহীনের নেতৃত্বে যুবদলের অপর অংশ ওই এলাকায় উপস্থিত হয়।

দুই গ্রুপের নেতাকর্মীরা ইঞ্জিনচালিত ট্রলারে সুগন্ধা নদী পার হয়ে ঝালকাঠি শহরে আসার জন্য ওঠে। ট্রলারে ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহিন পক্ষের উপজেলা যুবদলের সহসভাপতি মাহাবুবুর রহমান আহত হন।

এ ছাড়া আহত হন মাসুম শরীফ ও লাভলু পক্ষের পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদার এবং যুবদলকর্মী মো. বশির।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ শাহিন বরিশালটাইমসকে বলেন- আমরা নেতাকর্মীদের নিয়ে খেয়াঘাটের ট্রলারে ওঠার সময় অপর পক্ষ আমাদের ট্রলারে ওঠে যেতে চায়। এতে বাধা দিলে তারা মারধর শুরু করেন।

যুবদল নেতা মাহাবুবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন লাভলু সিকদার। এতে মাহাবুরের মাথা ফেটে যায়। মাহাবুবকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ‘

উপজেলা যুবদলের সভাপতি মাসুম শরীফ বলেন- ‘আমি দুই পক্ষকেই শান্ত হতে বললেও তারা শোনেনি। শাহিনের লোকজন উত্তেজিত হয়ে প্রথমে হামলা শুরু করে। এ ঘটনায় পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদার ও যুবদলকর্মী মো. বশির আহত হন।

তাদেরকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার বরিশালটাইমসকে বলেন, হামলা মারধরের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা চলে যান। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন