১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

নারীর পাকস্থলিতে নাট, বোল্ড, জুয়েলারি পণ্য

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০১৮

কিছু মানুষ আছে চক, স্পঞ্জ কিংবা অদ্ভুত সব জিনিস খেয়ে ফেলে। মনস্তাত্ত্বিক অবস্থার কারণে এমনটি হয়ে থাকে। কিন্তু তাই বলে নাট বোল্ট কিংবা জুয়েলারি পণ্য!

ভারতের আহমেদাবাদে কয়েকজন চিকিৎসক রীতিমতো হতবাক। মুম্বাইয়ের এক নারীর পাকস্থলি থেকে দেড় কেজি ওজনের নাট, বোল্ট এবং জুয়েলারি পণ্য উদ্ধার করেছেন তাঁরা।

জিপার এবং হেয়ারপিনসহ বস্তুগুলি বের করতে প্রায় তিন ঘণ্টা লেগেছে। পাকস্থলিতে থাকা সেপটিপিনে অন্ত্রটিতে ছিদ্র হয়ে গিয়েছিল। এ কারণে চিকিৎসকরা দ্রুত তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

৪০ বছরের কিছু বেশি বয়সী ওই নারীর আকুফাগিয়া নামের এক বিরল মানসিক সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। এ সমস্যা হলে মানুষ ধারালো বস্তু খেতে উৎসাহিত হয়। এসব বস্তু থাকার কারণে তাঁর পাকস্থলিটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। একপর্যায়ে ফুসফুস ভেদ করে বেরিয়ে পড়েছিল সেপটিপিনগুলো।

বর্তমানে ওই নারীকে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁর কোনো স্বজনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন