২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

নিখোঁজ ১২ জেলের সন্ধান মিলেছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, পটুয়াখালী:: ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে গলাচিপার নিখোঁজ ১২ জেলের সন্ধান পেয়েছেন স্বজনরা। তারা দূর্যোগ পরিস্থিতিতে সুন্দরবনের মধ্যে আটকে ছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেদের স্বজনসহ প্রশাসনিক কর্মকর্তারা।

সূত্র জানায়, ইলিশ মাছ শিকারের জন্য সাগরে গিয়ে ফিরতে পারেননি গলাচিপার ১২জন জেলে। তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ঘূর্ণিঝড় চলাকালে হারিয়ে যান। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত তাদের সাথে মোবাইল ফোনে কথা হয় পরিবার সদস্যদের। এরপর দুই দিন যোগাযোগ হয়নি। নিখোঁজ জেলেদের পরিবারগুলো অজানা শঙ্কায় ছিলেন। হারিয়ে যাওয়া ট্রলারে ছিলেন গলাচিপা পক্ষিয়া গ্রামের রিপন খলিফা। তিনিই ট্রলারের মালিক ও মাঝি। অন্যদের মধ্যে ছিলেন তার ভাগ্নে তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।

উদ্ধার হওয়া জেলে রিপন খলিফার চাচাতো ভাই মোশারেফ প্যাদা বলেন, ‘আমার ভাইসহ যে জেলেরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ ছিলেন তারা বেঁচে আছেন। সোমবার সকালে মোবাইলে আমরা নিশ্চিত হয়েছি। সবাই সুন্দরবনের মধ্যে ঝড়ে আটকা পড়েছিলেন। মঙ্গলবার তারা গলাচিপায় ফিরবেন।’

গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, ‘ নিখোঁজ জেলেদের পরিবার সংবাদ পেয়ে এখন চিন্তামুক্ত। তাদের মধ্যে কথা হয়েছে। জেলেদের গলাচিপা ফিরিয়ে আনার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন