১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নির্বাচনী প্রচারণায় বৃষ্টির হানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২১ অপরাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০১৮

হঠাৎ বৃষ্টির কারণে রাজধানী ঢাকার সব নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটছে। রাজধানীর অধিকাংশ প্রার্থীর প্রচার-প্রচারণায় নামার সময় ছিল বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে।

প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা যখন ভোট প্রার্থনা করার জন্য মাঠে নামবে তখনই বৃষ্টি হানা দেয়। ফলে কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারেননি।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৭ নম্বর রোডে ফজলে নূর তাপসের পক্ষে জনসংযোগ করার কথা ছিল আফরিন তাপসের। আর ৫ নম্বর রোডে দুপুর ১২টায় প্রচারণায় নামার কথা ছিল তাপসের নিজেরই।

কিন্তু বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত কেউই নামতে পারেননি। ফলে নির্বচনী প্রচারণা বন্ধ হয়ে আছে।

একইভাবে ঢাকার অন্যান্য আসনগুলোতেও বৃষ্টির কারণে প্রার্থীরা প্রচারণায় নামতে পারেননি বলে জানা গেছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে তৈরি হওয়া এ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এসে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই নিম্নচাপের কারণে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন