২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে’ : জয়নুল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৯ অপরাহ্ণ, ০২ জানুয়ারি ২০১৯

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন- গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, তাকে আমি চুরি বলব না। চুরি তো রয়ে সয়ে করে। এই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে।

বুধবার (০২ জানুয়ারি) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বরিশাল ৩ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হওয়া জয়নুল আবেদীন বলেন- সংবিধান অনুযায়ী, নির্বাচনে কম করে হলেও ২৫ জন বিরোধী দলের সদস্য নির্বাচিত হওয়া দরকার- সেটা হয়নি। সংবিধানের অভিভাবক হিসেবে আদালতের কাছে এই নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি।

তিনি বলেন- আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাহলে জনগণ ভোট দিতে পারবে না। তবুও ঐক্যফ্রন্ট, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কথায় নির্বাচনে এসেছি। কিন্তু আমাদের প্রার্থীর ওপর গুলি করা হয়েছে, এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। এতে করে সর্বোচ্চ আদালতের আইনজীবীরা নীরব থাকতে পারে না।

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বারের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন