২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৬

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৪ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০২২

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল।

 

এ সময় সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছাড়া আসা বিপরীত লেনে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়। ওসি আরও বলেন, ঘটনাস্থলই ছয়জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ওসি সফিকুর রহমান বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন