১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা শুরু আজ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০২২

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা-২০২২ শুরু হচ্ছে আজ শনিবার । জানাযায়, প্রতিবারের ন্যায় পরীক্ষা শুরুর পুর্বে শিক্ষার্থীদের সকল বিষয়ে পরিপক্কভাবে পাঠদান সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থী ভাল ফলাফল অর্জনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা যথাযথভাবে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন। আরবী লিখা , কুরআন মাজিদ ও তাজবীদ (মৌখিক) , হাদীস ও আদইয়ায়ে মাসনুনাহ , বাংলা , ইংরেজী, গণিত এসব বিষয়গুলো দিয়ে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।

পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুল জানান , ”নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ” শিশু শিক্ষার্থীদের মনন বিকাশে, ধর্মীয় শিক্ষা যথাযথভাবে গ্রহনে ও আদর্শ মানুষ গড়ার কারিগর।

শিশু শিক্ষার্থীদের শিক্ষা জীবনে পদার্পনের প্রথমাংশের এই নুরানী শিক্ষা তার ভবিষ্যৎ সাফল্য বয়ে আনে।’নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগ প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের শনিবার সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের সার্বিক কল্যান কামনাসহ ভাল ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া প্রতিবারের ন্যায় এবারেও সুশৃঙ্খল পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগে ৯০টা কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৪৫০০ শিক্ষার্থীয় অংশ গ্রহন করবে। পরীক্ষা শেষ হবে আগামী ৮ই ডিসেম্বর।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন