১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পঙ্গপাল যেন মূর্তিমান আতঙ্ক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: বিশ্বজুড়ে পঙ্গপালের হানা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থার নানা হুঁশিয়ারির পরও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কোনো কোনো দেশ। তবে ভারত এবং পাকিস্তানে সতর্ক থেকেও ফসল খেকো পঙ্গপালের হানা থেকে মুক্তি দিতে পারছে না।

পঙ্গপাল ফুল ফল ফসল সাবার করছে নিমিষেই। ১ বর্গ কিলোমিটারের ঝাঁকে ৪ থেকে ৮ কোটি পোকা থাকে। যারা এক দিনে খেয়ে ফেলতে পারে ৩৫ হাজার মানুষের খাবার। এদের আক্রমণ ঠেকাতে ভারত-পাকিস্তান একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। ভারতের প্রায় ৩ লাখ ৫০ হাজার হেক্টর জমি এরই মধ্যে পঙ্গপালের আক্রমণে ধ্বংস হয়েছে। এমনটা চলতে থাকলে দেশটির কৃষির অবস্থা ভয়াবহ ক্ষতি মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবে পঙ্গপালের উপদ্রুপে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারতের রাজস্থানে অন্তত ১০টি এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটির ইতিহাসে ফসলের ওপর একে ভয়াবহ আক্রমণ বলছেন বিশেষজ্ঞরা।

এদিকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পূর্ব আফ্রিকার ১০টি দেশ। শঙ্কামুক্ত নয় পশ্চিম এশিয়ার দেশগুলো। পঙ্গপাল ঠেকাতে না পারলে পৃথিবী খাদ্য সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন